, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জেবা জান্নাতের নাটকের শুটিং বন্ধ করে দিলেন পরিচালক নেতারা

  • আপলোড সময় : ২২-০৬-২০২৩ ০৮:১৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৩ ০৮:১৯:৪৯ অপরাহ্ন
জেবা জান্নাতের নাটকের শুটিং বন্ধ করে দিলেন পরিচালক নেতারা
দেশের জনপ্রিয় অভিনেত্রী জেবা জান্নাতের শুটিং বন্ধ করে দিয়েছে টেলিভিশন নাটকদের সংগঠন ডিরেক্টর গিল্ডসের নেতারা। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় নাটকের শুটিং করছিলেন জেবা জান্নাত। এ সময় শুটিংস্থলে উপস্থিত হয়ে শুটিং বন্ধ করে দেন ১০-১২ জনের সংগঠনের একটি দল।
 
এই দলে সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরও ছিলেন। বক্তব্য নেওয়ার জন্য সাগরকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। বিষয়টি জেবা জান্নাতই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডিরেক্টর গিল্ডসের ১০ জন এসে আমাদের শুটিং বন্ধ করে দেন। তারা এখানে অবস্থান নেন।

তিনি বলেন, ৪-৫ ঘণ্টা ছিলেন। আমাদের ডিরেক্টর আজিজুল হককেও নিষেধ করে দেন যেন শুটিং না করে। তারা এখানে বসে বিড়ি সিগারেট খেয়ে তারপর চলে যান। আমাদের অনেক সময় নষ্ট হয়েছে।
আমরা আবার শুটিং করেছি।’

জেবা অভিনয় শিল্পী সংঘকে বিষয়টি জানিয়েছিলেন। তারা জেবাকে শুটিং চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন জানিয়ে জেবা বলেন, ‘আমি সংগঠনকে (অভিনয় শিল্পী সংঘ) জানিয়েছি। তারা আমাকে শুটিং চালিয়ে যেতে বলেছেন। আমার শুটিং চলবে।
 
এদিকে অসহযোগিতা ও অসদাচরণের কারণে উঠতি অভিনয়শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। গিল্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেবা জান্নাতকে গত ২০ জুন থেকে নিষিদ্ধ করেছে সংগঠনটি। কিন্তু জেবা শুটিং অব্যাহত রেখেছেন।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া