, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তীরে এসে তরী ডুবাল বাংলাদেশ

  • আপলোড সময় : ২২-০৬-২০২৩ ০৬:২৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৩ ০৬:২৩:১৭ অপরাহ্ন
তীরে এসে তরী ডুবাল বাংলাদেশ
এবার র‍্যাঙ্কিংয়ে ৯৩ ধাপ এগিয়ে থাকা লেবাননকে প্রথমার্ধে ঠিকই আটকে রেখেছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একবার সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ারও। তবে দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষমেশ হারতে হলো জামাল ভূঁইয়ার দলকে।

ম্যাচের শেষদিকে দুই গোল হজম করে সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছে হাভিয়ের ক্যাবরেরার দল। আজ বৃহস্পতিবার ২২ জুন বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে লেবাননের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।

অতিথি দলটির হয়ে গোল করেছেন হাসান মাতুক এবং খলিল বাদের। র‍্যাঙ্কিং কিংবা শক্তিমত্তায় লেবাননের ধারেকাছেও নেই বাংলাদেশ। সেই দলটার বিপক্ষে জামালদের প্রথমার্ধ ছল বেশ আশা জাগানিয়া।

শুরুর অর্ধে বল দখল বা আক্রমণে লেবানন অনেক এগিয়ে থাকলেও তাদের কোনো গোল করতে দেয়নি হাভিয়ের ক্যাবরেরার দল। ম্যাচের ৭৬ শতাংশ সময় বল পায়ে রেখেও গোল করতে ব্যর্থ লেবানন। মোট ছয়টি শট নিয়ে মাত্র ২টি শটি লক্ষ্যে রাখতে পেরেছে তারা।

বাংলাদেশের রক্ষণভাগ দারুণভাবে সামলিয়েছে প্রথমবারের মতো সাফে খেলতে আসা লেবানিজদের। প্রথমার্ধে বাংলাদেশ যে আক্রমণে ওঠার চেষ্টা করেনি, তা নয়। লেবাননের গোলপোস্টে দুবার শট নিয়ে একবার লক্ষ্যে রাখতে পেরেছেন সুমন রেজারা।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা