, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বুধবার, চাইবে নির্বাচনী রোডম্যাপ

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১২:৫৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১২:৫৪:২৬ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বুধবার, চাইবে নির্বাচনী রোডম্যাপ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল বুধবার বিএনপির প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন।

আজ মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন নেতা এ সময় উপস্থিত থাকবেন।

দলটির নেতারা জানিয়েছেন, সরকারের তরফ থেকে সর্বশেষ বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মনে করে, এটি কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নয়। এ জন্য নির্বাচন নিয়ে সরকার আসলে কী ভাবছে কিংবা তাদের অবস্থান কী, সেটা সুস্পষ্টভাবে জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে তারা।

গত ৯ এপ্রিল দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, নির্বাচন নিয়ে নানামহলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট র‍োডম্যাপ চাইব।

সর্বশেষ সংবাদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া