, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সত্যের জয় হয়েছে: প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম

  • আপলোড সময় : ২২-০৬-২০২৩ ০৩:০৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৩ ০৩:০৭:২৬ অপরাহ্ন
সত্যের জয় হয়েছে: প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম
এবার ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় আসা স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার ২২ জুন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নিশ্চিত করেন বিষয়টি। প্রার্থিতা ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিরো আলম।

তিনি বলেন, আমি এটাই বলব সত্যের জয় হয়েছে। দেশবাসীর দোয়া সঙ্গে ছিল বলেই প্রার্থিতা ফিরে পেয়েছি, এ জন্য তাদের কাছে কৃতজ্ঞ আমি। নির্বাচন কমিশনার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমি ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, তারা যেন সুষ্ঠু নির্বাচনে আমাদের সবাইকে সহযোগিতা করে। প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।

এছাড়া হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনের ভোটারদের কাছে আমার অনুরোধ, আপনারা ভোটের দিন কেন্দ্রে আসবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আগামী ২৬ জুন আসনটির প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।

ওই দিন নিজের জন্য একতারা প্রতীক চাইবেন হিরো আলম। এরপর নির্বাচনী আসনে প্রচারণা শুরু করবেন বলেও জানালেন তিনি। এর আগে এদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হিরো আলমের প্রার্থিতা ফিরে পাওয়া নিয়ে শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান আলোচিত এই ব্যক্তি।
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ