ডিএমপির তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ পোড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। গোয়েন্দা কাজ করছে। তবে চেষ্টা সত্ত্বেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শনিবার (১২ এপ্রিল) ভোর ৪টা থেকে ৫টার মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের ‘আনন্দ শোভাযাত্রা’ উপলক্ষ্যে বানানো আলোচিত মোটিফ ফ্যাসিবাদের মুখাকৃতিসহ শান্তির পায়রা মোটিফের একাংশও আগুনে পোড়ানো হয়।