এবার বাসা ভাড়ার খরচ বাঁচাতে বিমানে যাতায়াত করেন এক মার্কিন শিক্ষার্থী। শুনতে অদ্ভুত লাগলেও ঘটনা সত্যি। আমেরিকার ওই বাসিন্দা দাবি করেন, বিমানে যাতায়াতে তার যা খরচ হয়, তার থেকে নিউ জার্সির মতো শহরে বাসা ভাড়া নিয়ে থাকতে আরও বেশি অর্থ ব্যয় হবে তার।
ওই তরুণীর নাম সোফিয়া সেলেন্টানো। ২১ বছর বয়সী এই তরুণী ওগিলভি হেলথে ইন্টার্ন করেন। প্রতি সপ্তাহে তাকে অফিসে যেতে হয়। বিমান ভাড়া ও ঘর ভাড়ার হিসেব করে সোফিয়া জানিয়েছেন, গ্রীষ্মকালে নিউ ইয়র্কে ঘরভাড়া প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা।
এরপর আবার খাওয়া দাওয়া, আনুষঙ্গিক খরচ মিলিয়ে ব্যয় আরও বেশি। সেখানে বিমান ভাড়া তুলনামূলক কম। সেলেন্টানো তার যাতায়াত সম্পর্কে লিংকডইনেরবিস্তারিত জানিয়েছেন।
তিনি লিখেছেন, আমি টিকটকে একটা ভিডিও শেয়ার করে আপনাদের জানিয়েছিলাম যে সাউথ ক্যারোলিনা থেকে নিউ জার্সি পর্যন্ত কীভাবে আমি আকাশপথে কাজে যাই। একমাসের ঘর ভাড়ার থেকে বিমানে রাউন্ড ট্রিপ বুক করলে এক সপ্তাহে খরচ অনেকটা কম হয়।
তিনি আরও লিখেছেন, আমার এই যাতায়াত আমাকে স্বাধীনতা প্রদান করে এবং আমি সত্যিকার অর্থে আমার সাপ্তাহিক কাজের অপেক্ষায় থাকি।