, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সর্বোচ্চ গোলে মেসির পরেই ভারতের সুনীল ছেত্রী

  • আপলোড সময় : ২২-০৬-২০২৩ ০১:৩৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৩ ০১:৩৭:৩৩ অপরাহ্ন
সর্বোচ্চ গোলে মেসির পরেই ভারতের সুনীল ছেত্রী
ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বয়স ৩৯ ছুঁই ছুঁই। কিন্তু এই বয়সেও মাঠ মাতিয়ে যাচ্ছেন। এই যেমন গতকাল বুধবার রাতে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করলেন।

এর মধ্য দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে তার মোট গোল হয়েছে ৯০। এই গোল নিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির পরেই তার অবস্থান।

এদিকে ১০৩ গোল নিয়ে মেসি আছেন তৃতীয় স্থানে। আর ১০৯ গোল নিয়ে ইরানের আলী দাইয়ি আছেন দ্বিতীয় স্থানে। আর পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ১২৩ গোল নিয়ে আছেন সবার ধরা ছোঁয়ার বাইরে।

তবে এখনো ফুটবল খেলা চালিয়ে যাচ্ছেন এমন তালিকা করলে ছেত্রীর অবস্থান তিনে। অর্থাৎ রোনালদো ও মেসির পরেই তার অবস্থান। এদিন পাকিস্তানের বিপক্ষে ১০ মিনিটে তিনি প্রথম গোল করেন ছেত্রী।

এরপর ১৬ ও ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ৮১ মিনিটে উদান্ত সিং গোল করে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এর মধ্য দিয়ে টানা সাত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ক্লিন শিট রাখলো ভারত। এর এই জয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা। গোল ব্যবধানে পিছিয়ে কুয়েত আছে দ্বিতীয় স্থানে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’