এবার ফিলিস্তিনের ওপর নৃশংস ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কলকাতায় পথে নামলো একাধিক বামপন্থি সংগঠন। ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (৮ এপ্রিল) বিক্ষোভ মিছিল করে এম কে পি, মাস লাইন, সিপিআইএম এল ও এন ডি পি সি।
এদিন কলকাতার ধর্মতলার লেলিন মূর্তি পাদদেশ থেকে মিছিল বের করে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেন বামপন্থি সংগঠনের নেতাকর্মীরা। তবে পার্ক স্ট্রিটের কাছাকাছি দূতাবাসের নিরাপত্তার কারণে মিছিলটি আটকে দেয় কলকাতা পুলিশ।
পুলিশি বাধার মুখে সেখানেই দীর্ঘ সময় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশের মাধ্যমে দূতাবাসে স্মারকলিপি পৌঁছে দেন তারা।