, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


গাজায় একই পরিবারের ১১ সদস্যকে হত্যা করল ইসরাইল!

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৩:২৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৩:২৯:২৯ অপরাহ্ন
গাজায় একই পরিবারের ১১ সদস্যকে হত্যা করল ইসরাইল!
এবার ইসরাইলি যুদ্ধবিমানের শব্দেই এখনও ঘুম ভাঙছে গাজাবাসীর। চলছে অহরহ হামলা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। উপত্যকার অন্য এলাকার মতো দেইর এল-বালাহ শহরের বাসিন্দারাও আছেন আতঙ্কে। কারণ, গত ১২ ঘণ্টা ধরে ইসরাইলি বিমান হামলার কেন্দ্রবিন্দু ছিল এই এলাকা।
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেইর এল-বালাহ শহরের পশ্চিম অংশে একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। প্রাথমিকভাবে এ হামলায় ১১ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ হামলায় নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলেও জানা গেছে।
 
আল জাজিরা বলছে, কোনো সতর্কতা ছাড়াই ওই বাড়িটিতে হামলা চালানো হয়। এদিকে গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে সোমবার (৭ এপ্রিল) ইসরাইলি হামলায় গুরুতর দগ্ধ ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন।
 
সোমবার ভোরের ওই হামলায় আরও দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন। তারা হলেন- হেলমি আল-ফাকাভি এবং ইউসুফ আল-খাজানদার। তাদের মধ্যে আল-ফাকাভি প্যালেস্টাইন টুডে টিভির একজন সাংবাদিক ছিলেন বলে জানা গেছে।
 
আল জাজিরা বলছে, গাজায় হামলা চালিয়ে এ পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল। ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার ভোর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নতুন করে আরও অন্তত ৬০ জন নিহত হয়েছেন।
সর্বশেষ সংবাদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া