, মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ


টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপ স্বপ্নে উড়ছে ওমান

  • আপলোড সময় : ২২-০৬-২০২৩ ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৩ ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন
টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপ স্বপ্নে উড়ছে ওমান
এবার জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিয়েছে ১০টি দল। এদেরই একটি ওমান। ক্রিকেটে খুব বেশি পরিচিতি নেই তাদের। সেই ওমানই টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপে খেলার স্বপ্নে উড়ছে। বাছাইয়ের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পর গতকাল বুধবার ২১ জুন সংযুক্ত আরব আমিরাতকেও হারিয়েছে তারা।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওমানের জয় ৫ উইকেটে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে আরব আমিরাতের করা ২২৭ রানের জবাব দিতে নেমে ৪ ওভার হাতে রেখে জয় পেয়েছে তারা। ৭০ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন জয়ী দলের শোয়াইব খান।

আগের ম্যাচে আয়ারল্যান্ডকেও একই ব্যবধানে হারিয়েছিল ওমান। আইরিশদের দেয়া ২৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখে জয় পায় তারা। দুটি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপ বাছাই খেলছে ১০টি দল। ওমান আছে বাছাইয়ের ‘বি’ গ্রুপে। তাদের গ্রুপ সঙ্গী স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা।

আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের দল তাদের গ্রুপের প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে। অর্থাৎ ওমানের আরও ২টি ম্যাচ বাকি আছে। গ্রুপপর্বের খেলা শেষে দুই গ্রুপের শীর্ষ তিন দল পাবে সুপার সিক্সের টিকিট। সুপার সিক্স শেষে দুটি সেরা দল অংশগ্রহন করবে ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। দুই জয়ের পর সুপার সিক্সের পথে ওমান অনেকটাই এগিয়ে।
ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার

ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার