, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গামছার কাছে হেরে গেল নৌকা

  • আপলোড সময় : ২২-০৬-২০২৩ ০৯:১৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৩ ০৯:১৮:৩০ পূর্বাহ্ন
গামছার কাছে হেরে গেল নৌকা
এবার টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু চার হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রহিম আহমেদ পেয়েছেন চার হাজার ৬২১ ভোট। অর্থাৎ ১২১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন রাহাত হাসান।

এদিকে বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এনামুল করিম অটল নারিকেল গাছ প্রতীক নিয়ে পান চার হাজার ৩৫৪ ভোট।
 
গতকাল বুধবার ২১ জুন সন্ধ্যায় বাসাইল উপজেলা হলরুম থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান।

এ পৌর নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস