, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


সেই নিখোঁজ সাবমেরিনের ঘটনাস্থল থেকে আবারও শোনা গেছে শব্দ

  • আপলোড সময় : ২২-০৬-২০২৩ ০৯:১২:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৩ ০৯:১২:৪৭ পূর্বাহ্ন
সেই নিখোঁজ সাবমেরিনের ঘটনাস্থল থেকে আবারও শোনা গেছে শব্দ
এবার আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিন টাইটান নিখোঁজ হওয়ার স্থান থেকে আবারও শব্দ শোনা গেছে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কীসের শব্দ পাওয়া যাচ্ছে তা এখনও নিশ্চিত করতে পারেনি উদ্ধারকারী বাহিনী।

সাবমেরিনটির খোঁজে তল্লাশি অভিযানের আওতা আরও বাড়ানো হচ্ছে। গতকাল বুধবার ১৪ শ বর্গমাইল এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়েছে। সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের ক্যাপ্টেন জেমি ফ্রেডরিক বলেন, যখন আপনি একটি এমন উদ্ধারকাজ চালাবেন তখন আপনার সবসময় আশা রাখতে হবে।

তল্লাশি অভিযানে শিগগিরই আরও জাহাজ ও রিমোটলি অপারেটেড ভেহিক্যাল (গভীর সাগরে অনুসন্ধান করার যন্ত্র) যুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, ২০ ঘণ্টারও কম সময়ের অক্সিজেন সাবমেরিনে মজু্ত আছে। গত রোববার সমুদ্রের অতল গভীরে পড়ে থাকা টাইটানিক জাহাজের কাছে যেতে এই সাবমেরিন আটলান্টিকের নিচে যায়।

এর কিছুক্ষণ পরই সাবমেরিনের সঙ্গে সমুদ্রের ওপরে থাকা জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। উল্লেখ্য, ১৯১২ সালে পর্যটকবাহী জাহাজ টাইটানিক ডুবে যায়। যার ধ্বংসাবশেষ রয়েছে উত্তর আটলান্টিকের তলদেশে।

যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ১২৩ ফুট গভীরে পড়ে আছে। সেটি দেখতে মার্কিন কোম্পানি ওশানগেটের সাবমেরিন টাইটানে চেপে রোববার কানাডার নিউফাউন্ডল্যান্ড প্রদেশের সেন্টজন শহর থেকে রওনা হন ওই পাঁচ পর্যটক। এই অভিযানে যাওয়ার জন্য প্রত্যেক অভিযাত্রীর মাথাপিছু খরচ হয়েছে আড়াই লাখ ডলার।

এদিকে সাবমেরিনে থাকা যাত্রীরা হলেন-ব্রিটিশ ব্যবসায়ী হামিশ হার্ডিং (৫৮), ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ওশনগেটের শীর্ষ নির্বাহী স্টকটন রাশ (৬১) ও সাবমেরিনটির চালক ও ফরাসি নৌবাহিনীর সাবেক কর্মকর্তা পল হেনরি নারগিওলেট (৭৭)।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক