, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিলেটে ৪৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা

  • আপলোড সময় : ২১-০৬-২০২৩ ০৫:৪৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৩ ০৫:৪৭:২১ অপরাহ্ন
সিলেটে ৪৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা
এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার ২১ জুন সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হয়। প্রতিটি কেন্দ্রে ছিলো সিসি ক্যামেরা। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিটি করপোরেশনের ৪৫ কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯,৫১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১০,৫১৩ ভোট।

সিটিতে মোট ভোটকেন্দ্র ১৯০টি। স্থায়ী মোট ভোটকক্ষ ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ছিল ৯৫টি। সিলেট সিটিতে ৪ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ২৩৬ জন, মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় ভোটার রয়েছেন। সিলেট সিটিতে মেয়র পদে ৮ জন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯৪ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস