, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


২০২৪ কোপা আমেরিকার দিনক্ষণ চূড়ান্ত

  • আপলোড সময় : ২১-০৬-২০২৩ ০৪:৪৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৩ ০৪:৪৫:৩২ অপরাহ্ন
২০২৪ কোপা আমেরিকার দিনক্ষণ চূড়ান্ত
এবার লাতিন আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্ব লড়াইয়ের আসর কোপা আমেরিকা। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে এই টুর্নামেন্টের পরবর্তী আসর। আগামী বছরের ২০ জুন টুর্নামেন্টের পর্দা উঠবে। আর ১৪ জুলাই শিরোপা নির্ধারণী ফাইনাল দিয়ে শেষ হবে মেগা এই আসর।

গতকাল মঙ্গলবার ২০ জুন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

কোপা আমেরিকার সাধারণত দক্ষিণ আমেরিকার ১০টি দেশ অংশগ্রহণ করে থাকে। তবে এবার কনকাকাফ জোন থেকে খেলবে আরও ছয়টি দেশ।

উত্তর, মধ্য আমেরিকার পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে এই ছটি দেশকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে। উল্লেখ্য, বর্তমানে কোপা আমেরিকা ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’