, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এ কেমন শাকিব খান!

  • আপলোড সময় : ২১-০৬-২০২৩ ০২:১২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৩ ০২:১২:০০ অপরাহ্ন
এ কেমন শাকিব খান!
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘প্রিয়তমা’র নতুন লুক। তবে এমন লুকে কখনও দেখা যায়নি তাকে। যে লুক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সাদা চুল দাড়িতে বয়োজ্যেষ্ঠর চরিত্রে দেখা মিলল অন্য এক শাকিবের। 

এদিকে নতুন লুকের পোস্টারের সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনে লেখা হয়েছে, আছি তোমারই অপেক্ষায়’ লাইনটি। ক্যাপশন এবং লুক দেখে ধারণা করা যায় জীবনের সায়াহ্নে প্রিয় কোনো মানুষের অপেক্ষায় আছেন শাকিব।

লুকটি প্রকাশের পরই রীতিমতো ভাইরাল। লুকটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে এটি। পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, এই শাকিব খানকে কেউ দেখেনি আগে। সিনেমা হলে দেখা হবে।

এর আগে ৩০ সেকেন্ডের ভিডিওতে শাকিবের দেখা মেলে স্টাইলিশ লুকে। চোখে সানগ্লাস এঁটে, নাকে-মুখে কাপড় বেঁধে, টি-শার্টের ওপরে জিনসের জ্যাকেট চাপিয়ে শাকিব এগিয়ে চলেছেন বাতাস ঠেসে। আর বাতাসে উড়ছে নায়কের লম্বা চুল। ভিডিওর ঠিক ২৫ সেকেন্ডের মাথায় কোনো একজনের দিকে চাকু ছুড়ে মারেন নায়ক, সঙ্গে সঙ্গে শেষ হয় ভিডিও।

আর এবার দেখা দিলেন ৮০ বছরের বৃদ্ধ রূপে। শাকিব খানকে ভিন্ন লুকে দেখে শুভেচ্ছা-প্রশংসায় ভাসিয়েছেন ভক্তরা। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল। তিনি এর আগে কলকাতায় টেলিভিশন সিরিয়াল ছাড়াও একটি সিনেমায় অভিনয় করেছেন। ‘প্রিয়তমা’ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন। আর তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন হিমেল আশরাফ। আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াতসহ অনেকে।
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী