, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে মাভাবিপ্রবি উপাচার্যের নামে টাকা দাবি,সতর্ক থাকার আহ্বান

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০২:৩১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০২:৩১:৪১ অপরাহ্ন
ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে মাভাবিপ্রবি উপাচার্যের নামে টাকা দাবি,সতর্ক থাকার আহ্বান
আফজালুর রহমান আবির, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা চালানো হয়েছে। অজ্ঞাত এক ব্যক্তি উপাচার্যের ছবি ও নাম ব্যবহার করে বিভিন্নজনের কাছে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার (২৬ মার্চ) রাতে বিষয়টি উপাচার্যের সহকর্মীরা তাকে অবহিত করেন।তারপর তিনি গতকাল রাতে ফেসবুক স্টেটাসে একটি ফোন নাম্বার শেয়ার করে সামাজিক যোগাযোগ  মাধ্যমে সবাইকে সতর্ক করে  জানান, “আমার ছবি ব্যবহার করে কেউ একজন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে এবং বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাইছে।আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই।এটি সম্পূর্ণ প্রতারণা। সবাইকে অনুরোধ করছি, কেউ যেন এই ধরনের যোগাযোগে প্রতারিত না হন।"

ড. আনোয়ারুল আজীম আখন্দ আরও জানান, “শুধু মাভাবিপ্রবি নয়, দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গেও এমন প্রতারণার চেষ্টা করা হয়েছে। "এ বিষয়ে আমরা আজই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করব" মাভাবিপ্রবি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিনি।

উল্লেখ্য গত কিছুদিন যাবত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়,এর আগে প্রতারক চক্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ বিভিন্ন উপাচার্যের নামেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন জনের কাছে টাকা চায়।এবার মাভাবিপ্রবি উপাচার্যের নামেও ভূয়া ফোন নাম্বার থেকে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে।
সর্বশেষ সংবাদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া