এবার ঈদে ঘরমুখী যাত্রী ট্রেন থেকে নেমে যাওয়ার সময় ভুল করে ফেলে গিয়েছিলেন নিজের ব্যাগ। সেই ব্যাগে ছিল ৪২ হাজারের বেশি টাকা ও জরুরি কাগজপত্র। জাতীয় জরুরি সেবার নাম্বার ৯৯৯ এ ফোন করে জানানোর পর ব্যাগটি উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
গতকাল বুধবার (২৬ মার্চ) ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম মো. ফজলুর রহমান। তিনি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠে যমুনা পূর্ব সেতু স্টেশনে নেমেছিলেন।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, বুধবার ট্রেনের যাত্রী মো. ফজলুর রহমান তার কাছে থাকা দুইটি ব্যাগের মধ্যে একটি ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে যান। পরে ফেলে যাওয়া ব্যাগের বিষয়টি ৯৯৯ এ ফোন করে জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯৯৯ থেকে ফোন পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ট্রেনের ঠ এবং ড নাম্বার বগি তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করে। ওই ব্যাগের ভেতরে ছিল দুইটি মোবাইল ফোন, নগদ ৪২ হাজার ৮৩৫ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র। পরবর্তীতে ব্যাগের মালিক বোনারপাড়া রেলওয়ে থানায় আসলে যাচাই-বাছাই করে মালামাল ও নগদ টাকা তাকে বুঝিয়ে দেওয়া হয়।