, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


আজ পবিত্র লাইলাতুল কদর

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ১১:২৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ১১:২৩:৪৭ পূর্বাহ্ন
আজ পবিত্র লাইলাতুল কদর
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাত যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সারা দেশে পালিত হবে।

হাদিস ও কোরআনের বর্ণনা অনুযায়ী, এই রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। শবে কদরে মহান আল্লাহর অপার রহমত ও বরকত বর্ষিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত ইবাদত-বন্দেগিতে মশগুল থেকে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন।

ইসলামী বিশ্বাস অনুযায়ী, পবিত্র রমজান মাসে এই মহিমান্বিত রাতে আল কোরআন অবতীর্ণ হয়েছিল। এ কারণে মুসলমানরা এ রাতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করেন। তারা মসজিদ ও নিজ নিজ বাসস্থানে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতে অংশ নেবেন।

এদিকে শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি গণমাধ্যম বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে। পাশাপাশি জাতীয় ও স্থানীয় সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে।
সর্বশেষ সংবাদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া