, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


বাংলাদেশকে ধন্যবাদ, এই জয়ের ভাগীদার তোমরাও: ফার্নান্দেজ

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১১:৪৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১১:৪৯:৫১ পূর্বাহ্ন
বাংলাদেশকে ধন্যবাদ, এই জয়ের ভাগীদার তোমরাও: ফার্নান্দেজ
গত কাতার বিশ্বকাপ থেকেই বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছে আর্জেন্টিনা দল। সেই বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনাও বারবার বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে তাদের সমর্থন করার জন্য। বুধবার (২৬ মার্চ) বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে জয়ের পর বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা পেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। যার কারণে ম্যাচ শেষে বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন চেলসির এই তারকা।

এদিকে বুয়েনস আইরেসের মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তবে তার চেয়েও বেশি সুখের সংবাদ হচ্ছে, ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিটও পেয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

এই সুসংবাদ নিয়ে ব্রাজিলের বিপক্ষে খেলতে নেমে তাদের নিয়ে ছেলেখেলা করেছে আর্জেন্টিনা। ৪-১ গোলে হারিয়েছে সর্বোচ্চ বিশ্বকাপ জেতা দলটিকে। ব্রাজিলের বিপক্ষে একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন এনজো ফার্নান্দেজ। তার এমন পারফরমেন্সের জন্য তার প্রতি ভালোবাসা দেখিয়েছে বাংলাদেশের সমর্থকরা। বাংলাদেশিদের এমন সমর্থন দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ধন্যবাদ জানিয়েছেন ফার্নান্দেজ।

ফেসবুকে ফার্নান্দেজ লিখেছেন, 'অবিশ্বাস্য সমর্থন এবং ভালোবাসার জন্য বাংলাদেশকে ধন্যবাদ, এই জয়ের ভাগীদার তোমরাও।' ব্রাজিলের বিপক্ষে ম্যাচে দারুণ পারফর্ম করেছেন এনজো ফার্নান্দেজ। ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে ম্যাচ সেরা হয়েছেন এই মিডফিল্ডার। ব্রাজিলের বিপক্ষে লাউতারো, মেসিদের অভাব বুঝতে দেননি চেলসির এই তারকা। আন্তর্জাতিক ফুটবল শেষে আগামী সপ্তাহ থেকে এনজো আবারও ব্যস্ত হয়ে যাবেন ক্লাব ফুটবলে। 
সর্বশেষ সংবাদ
শেয়ার মার্কেট ট্রেড করেছি প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব

শেয়ার মার্কেট ট্রেড করেছি প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব