, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজশাহী-সিলেট সিটির ভোটে অনিয়মের খবর নেই: ইসি রাশেদা 

  • আপলোড সময় : ২১-০৬-২০২৩ ০১:০০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৩ ০১:০০:৫২ অপরাহ্ন
রাজশাহী-সিলেট সিটির ভোটে অনিয়মের খবর নেই: ইসি রাশেদা  ফাইল ছবি
রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের ভোটে এখনও কোন অনিয়মের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাই নাই। মাঠের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে, এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নাই।’

ভোটার উপস্থিতি ভালো জানিয়ে তিনি বলেন, ‘বেশ ভালো। সিলেটের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে। আর সব জায়গায় ভালো। রাজশাহীতে খুবই ভালো।’

তবে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সে রকম কোনো তথ্য দিতে পারেননি এই কমিশনার। তিনি জানান, এখন পর্যন্ত এ রকম কোনো তথ্য আসে নাই। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পাব।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতার কোন খবর আসেনি উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, ‘শুধুমাত্র রাজশাহীর একটা জায়গায় একটু শুরু হয়েছিল। ওটা সঙ্গে সঙ্গে শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, ঠিক সময়ে শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোন তথ্য আসে নাই। ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরি টিম আছে। সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে দূর করার চেষ্টা করব।’

দুই সিটিতে সকাল ৮ থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৮ লাখের বেশি নাগরিক ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করে তাদের নগরপিতা নির্ধারণের সুযোগ পাবেন।

সিলেট সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন আর রাজশাহী সিটিতে ৩ লাখ ৫১ হাজার ৯৭৬ জন।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া