, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


প্রেমিকের সঙ্গে দেখা করতে না পারায় মানুষ ভাড়া করে স্বামীকে হত্যা করলেন নববধূ

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:১৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:১৪:২৩ অপরাহ্ন
প্রেমিকের সঙ্গে দেখা করতে না পারায় মানুষ ভাড়া করে স্বামীকে হত্যা করলেন নববধূ
তাদের বিয়ে হয়েছিল মাত্র সপ্তাহ। কিন্তু এরই মধ্যে জঘন্য এক পরিকল্পনা করলেন ২২ বছর বয়সী নববধূ। প্রেমিককে সঙ্গে নিয়ে একজন খুনি ভাড়া করে স্বামীকে হত্যা করেন ওই স্ত্রী। ভারতের উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় এমন ঘটনা ঘটে। খবর এনডিটিভি 
 
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত দুজন হলেন- পারাগাতি যাদব এবং অনুরাগ যাদব। দীর্ঘ চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের বাবা-মা সম্পর্ক মেনে না নিয়ে পারাগাতিকে জোর করে দিলিপ নামের একজনের কাছে গত ৫ মার্চ বিয়ে দেয়। 

পরে গত ১৯ মার্চ শরীরে একাধিক আঘাতের চিহ্নসহ গুলিবিদ্ধ আহত দিলিপকে একটি মাঠ থেকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে বিধুনাতে একটি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আরও খারাপ হলে সাইফাই হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে মধ্যপ্রদেশের গাওয়ালিওরে স্থানান্তর করা হয়। গত ২০ মার্চ ২৫ বছর বয়সী দিলিপকে আউরাইয়া হাসপাতাল নেয়া হলে, একদিন পরই সেখানে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় দিলিপের ভাই সাহার পুলিশ স্টেশনে একটি হামলা দায়ের করেন। পুলিশ তদন্তে জানা গেছে, পারাগাতি যাদবের বিয়ে হয়ে যাওয়ায় সে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে পারছিল না। এজন্য সে স্বামীকে হত্যার পরিকল্পনা করে। এজন্য তারা রামাজি চৌধুরী নামে একজন খুনিকে ২ লাখ রুপির বিনিময়ে দিলিপকে খুন করার জন্য ভাড়া করে। 

রামাজি পুলিশকে জানিয়েছে, তারা কয়েকজন মিলে দিলিপকে বাইকে করে ধরে নিয়ে এসে মাঠের মধ্যে পিটিয়ে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল, চারটি জীবন্ত কার্তুজ, একটি বাইক, দুটি মোবাইল, আধার কার্ড এবং ৩ হাজার রুপি। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 
সর্বশেষ সংবাদ
শেয়ার মার্কেট ট্রেড করেছি প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব

শেয়ার মার্কেট ট্রেড করেছি প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব