চলতি বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশ্যে খুতবা দেবেন শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। কোনো কারণে তিনি খুতবা দিতে না পারলে খুতবা দেবেন মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ মাহির আল মুয়াইকিলি। আগামী ৯ জিলহজ (২৭ জুন) আরাফাতের ময়দানে হজের খুতবা দেওয়া হবে। গতকাল সোমবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে আরাফাতের দিনে খুতবা দেওয়ার জন্য তাদের নিয়োগের অনুমোদন দেন। খবর আল আরাবিয়ার।
শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলের সদস্য। ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ে ধর্ম ও সমসাময়িক মতবাদের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
শায়খ ড. ইউসুফ আরাফার দিনের ইমাম হিসেবে নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান ড. শায়খ আবদুর রহমান আস সুদাইস। এ সময় তিনি তার সফলতা কামনা করেন।
সৌদির স্থানীয় সময় আগামী ৯ জিলহজ জোহরের নামাজের আগে আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ হাজিদের উদ্দেশ্যে খুতবা দেবেন। এই আরাফাতের ময়দানেই নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
শায়খ ড. মাহির বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি ইসলামি স্কলার ও শিক্ষাবিদ হিসেবে বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। তিনি শায়খ মাহির আল মুয়াইকিলি নামে বেশি পরিচিত। চমৎকার উচ্চারণ আর অনবদ্য তেলাওয়াতে মুগ্ধ কোরআনপ্রেমীরা। নিয়মিত পবিত্র কাবা প্রাঙ্গণে জুমার খুতবা দেওয়াসহ তিনি নিয়মিত বিভিন্ন ওয়াক্তের নামাজের ইমামতি করেন। হজ কিংবা ওমরাহ পালন করতে আসা বিশ্বের নানা প্রান্তের মুসলিমদের কাছে তিনি সুন্দর তেলাওয়াত ও খুতবার জন্য পরিচিত।
এ বছরও হজের আরবি খুতবা বাংলাসহ মোট ১৪টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে।