, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


‘র’ কানেক্টিভিটি থাকায় কিছু নাম উপদেষ্টা থেকে বাদ দেয়া হয়: উপদেষ্টা আসিফ

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ১১:৩৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ১১:৩৭:০৩ পূর্বাহ্ন
‘র’ কানেক্টিভিটি থাকায় কিছু নাম উপদেষ্টা থেকে বাদ দেয়া হয়: উপদেষ্টা আসিফ
সালাহউদ্দিন আহমেদ স্যার উনি তো অর্থনীতিতে বাংলাদেশে এই মুহূর্তে ওয়ান অব দ্য বেস্ট বলে মন্তব্য করেছেন, অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক ভিডিও বার্তায় আসিফ বলেন, তো ঐ লিয়াজো কমিটির আহ্বায়ক ছিলেন মাহফুজ ভাই। তো ওনারা কমিউনিকেশন শুরু করে দেয় জামায়াতের সাথে এবং আরো যারা আরো যারা রাজনৈতিক দল আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে।

সবার থেকে নাম প্রস্তাব আসতে থাকে উল্লেখ করে আসিফ আরো বলেন, কিছু নাম ছিল কমন। যেমন সালাহউদ্দিন আহমেদ স্যার উনি তো অর্থনীতিতে বাংলাদেশে এই মুহূর্তে ওয়ান অব দ্য বেস্ট। তো উনার নামটা সবদিক থেকে আসে। তো এ রকম কিছু কমন নাম আসে আবার কিছু নাম দেখা যায় আমরা ইনক্লুড করি আবার অন্য পক্ষ থেকে রিফিউজ আসে।

বিএনপির কিছু নামের ব্যাপারে আপত্তি ছিল তাদের পরে নেওয়া হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন,তো যেদিন স্যার (ড. ইউনূস) ল্যান্ড করে বাংলাদেশে আসেন, আট তারিখ দুপুরে আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয়। যেটা আমরা একটু গুণে দেখলাম প্রায় ৫/৬ টা নাম। আমরা একটু ঘেঁটে দেখলাম যে এই লোকগুলো সর্বজনভাবে গ্রহণযোগ্য না।

আরেকটা সমস্যা হচ্ছে তাদের অনেকেরই হয় না যে, সফট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিত। আমরা একজন আার্মি এক্স অফিসিয়ালসের নাম দেখি। তার ব্যাকগ্রাউন্ড আমরা দেখি যে তিনি ইন্ডিয়ায় তিন/চার বছর ছিলেন এবং কয়েকটা কোর্স করছেন সেখানে।আবার ওনার ব্যাপারে জনমত ছিল ওনার “র” কানেক্টিভিটি আছে।

তো ওই নামগুলো আমরা কেটে দেই এবং সেখানে আর্মি কিছুটা নাখোশ হয় যে এই নামগুলো কেটে দেওয়ার পরে। স্যারকে (ড. ইউনূস) সামনে রেখেই আমি আর আসিফ স্যার নাম গুলো কেটে দিই। যে এই নামগুলো আমরা দেখেছি সেখানে আর্মি চিফও ছিলেন। আগের রাতে আমরা কথা বললাম যে উপদেষ্টা পরিষদে যদি আর্মির লোকজন বেশি থাকে তাহলে তো ১/১১ এর মতই গভর্নমেন্ট হচ্ছে। সেই জায়গা থেকে এই নামগুলো নিতে চাই নি।

সেখানে আমরা যুক্তি দিয়েছি যে তার কারণ সবার প্রোফাইল যখন আমরা একটু ঘাটাঘাটি করছি সবারই কোনও না কোনও প্রবলেমেটিক এলিমেন্ট সেখানে আছে। হয় তার ‘র’ হিসাবে জনমত আছে, মানুষের মধ্যে গুঞ্জন আছে অথবা তাঁর আওয়ামী লীগের সিভিল সোশ্যাটি হিসেবে পরিচিতি আছে।
সর্বশেষ সংবাদ
শেয়ার মার্কেট ট্রেড করেছি প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব

শেয়ার মার্কেট ট্রেড করেছি প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব