নির্বাচনের কথা আসলে উপদেষ্টাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ তারা ক্ষমতার লোভে পড়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
আজ শনিবার (২২ মার্চ) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে একথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তাদের মঈনুদ্দীন-ফখরুদ্দিনকে দেখে শিক্ষা নেওয়া উচিত। বিএনপি- জামায়াতের উচিত আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেওয়া।
আওয়ামী লীগ স্টাইলে রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগের মতোই পতন হবে। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে ও গণহত্যার বিচার করতে নাহিদ ইসলাম ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন রাশেদ খান।