, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


আসিফ নজরুল বর্তমানে এক হাজার কোটি টাকার মালিক: ইলিয়াস

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৬:৫২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৬:৫২:০৮ অপরাহ্ন
আসিফ নজরুল বর্তমানে এক হাজার কোটি টাকার মালিক: ইলিয়াস
এবার বাংলাদেশী সাংবাদিক এবং ইউটিউবার ইলিয়াস হোসাইন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে একুশে টেলিভিশনের প্রোগ্রাম “ফ্যাক্ট চেক” এ নানা গুরুতর মন্তব্য করেছেন।

ইলিয়াস হোসাইন দাবি করেছেন যে, আসিফ নজরুল বর্তমানে এক হাজার কোটি টাকার মালিক হয়েছেন, তবে তিনি স্বীকার করবেন না। তিনি আরও বলেন, “যদি আপনি আইন মন্ত্রণালয় দেখেন, বিশেষ করে গাজীপুরের মতো জায়গায়, সেখানে একজন বিচারক একজন পুলিশ কনস্টেবলকে জামিন দিয়েছিলেন যিনি সরাসরি ভিডিও ফুটেজে একজন ছাত্রকে গুলি করেছিল।”

ইলিয়াস হোসাইন এও উল্লেখ করেছেন যে, ওই বিচারককে তার নিজস্ব সুপারিশে সেখানে বসানো হয়েছে। তার মতে, আসিফ নজরুলের কর্মকাণ্ড এবং তার অজানা দিকগুলি সামনে আনা জরুরি, এবং এর জন্য তিনি আরও একটি কাজ করছেন। তিনি বলেন, “এই সাত-আট মাসে আসিফ নজরুল কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন, এসব নিয়ে প্রোগ্রামটি শিগগিরই প্রকাশ হবে।”

এছাড়া, ইলিয়াস হোসাইন দাবি করেন, “প্রথম আলো” পত্রিকা বাংলাদেশে জঙ্গি উৎপাদনের সাথে জড়িত। তিনি বলেন, “আজকে সাত মাস হয়েছে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কোনো গ্রেনেড হামলা হয় না, উদিচির হামলা হয় না, ছায়ানট, বটমূল—এ ধরনের কিছুই হয় না।”

ইলিয়াস হোসাইন আরও বলেন, “এটা আমাদের সমাজের জন্য ভালো, কারণ মানুষের প্রতিদিনই গ্যাদারিং হচ্ছে, কোনো সন্ত্রাসী কার্যকলাপ নেই।”
সর্বশেষ সংবাদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া