এবার মূল্যস্ফীতির রাশ টানা ও নতুন কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ সামনে রেখে আগামী অর্থবছরের জন্য বাস্তবমুখী বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বুধবার (১৯ মার্চ) বিকালে সচিবালয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।
বৈঠকে গণমাধ্যমের প্রতিনিধিরা করমুক্ত আয়সীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার পাশাপাশি কৃষিখাতে ভর্তুকি বাড়ানোর প্রস্তাব দেন। সেইসাথে গণমাধ্যমের আয় বৃদ্ধিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও নীতি সহায়তার সুপারিশ করেন। টিসিবির মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোসহ সামাজিক নিরাপত্তার আওতাভোগীদের ভাতা বাড়ানোর প্রস্তাবও দেন আলোচকরা।
জবাবে, অর্থ উপদেষ্টা জানান, এবার বাজেটের আকার অহেতুক বড় করা হবে না। বলেন, অন্তর্বর্তী সরকার এমন বাজেট দেবে, যা পরবর্তী নির্বাচিত সরকার এসে ছুঁড়ে ফেলতে না পারে। অর্থ উপদেষ্টা আরও জানান, এবারের বাজেটে কথার ফুলঝুরি থাকবে না। নতুন বাজেটে এনবিআরের সংস্কার ও অনিয়ম দুর্নীতি কমানোর টার্গেট থাকবে বলে উল্লেখ করেন তিনি।