এবার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি স্মরণকালে কেউ দেখেনি। পুলিশ প্রশাসনকে ঢালাওভাবে স্বৈরাচারের দোসর আখ্যা ও মামলা মোকদ্দমা দিয়ে নিস্ক্রিয় করে ফেলা হয়েছে— এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
গতকাল বুধবার (১৯ মার্চ) রাজধানীর মিরপুরের কাফরুলে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এই সরকারের দ্রুত বিদায় নেয়া দেশ ও জাতির জন্য মঙ্গল।
এসময় ইফতার মাহফিলে হামলা করে এক দল জনতা। হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কি না, সেই সন্দেহও প্রকাশ করে জিএম কাদের বলেন, এই সরকার নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করবে। আমাদের সাথে বৈষম্য করে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। শুধু মিছিল মিটিং নয়, এই সরকারের আমলে ইফতার পার্টিও করতে দিচ্ছে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীসহ ঢাকা উত্তর মহানগর জাতীয় পার্টির নেতা-কর্মীরা।