, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


সরকারকে নির্দিষ্ট সময় নয়, ‘প্রয়োজনীয় সময়’ দিতে চায় জামায়াত

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০১:৫৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০১:৫৭:২০ অপরাহ্ন
সরকারকে নির্দিষ্ট সময় নয়, ‘প্রয়োজনীয় সময়’ দিতে চায় জামায়াত
এবার সংস্কার প্রশ্নে আজ থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। বৃহস্পতিবার (২০ মার্চ) কমিশনের কাছে সংস্কার প্রস্তাব বিষয়ক মতামত জমা দিয়েছে জামায়াতে ইসলামী।

এসময় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে সুচিন্তিত মতামত দিয়েছে দল। সংস্কার প্রক্রিয়ায় জামায়াত সহায়তা করবে বলেও জানান তিনি।

তবে সব দল সব বিষয়ে একমত হবে, এমনটাও সম্ভব নয় জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে নির্দিষ্ট সময় নয়; ‘প্রয়োজনীয় সময়’ দিতে চান তারা। ঐকমত্য কমিশনের সঙ্গে আজ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বা এলডিপির সাথে বৈঠক। এদিন বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সাথেও আলোচনা হবে।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, সংস্কার নিয়ে কমিশন কোনো চাপে নেই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমেই সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। দু-একদিনের মধ্যেই বিএনপি’র সাথে কমিশনের বৈঠক হবে বলেও জানান তিনি।
সর্বশেষ সংবাদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া