, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


এখনও থমথমে পরিস্থিতি ভারতের নাগপুরে, জারি রয়েছে কারফিউ

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১২:৫৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১২:৫৪:০৯ অপরাহ্ন
এখনও থমথমে পরিস্থিতি ভারতের নাগপুরে, জারি রয়েছে কারফিউ
এবার সহিংসতার ৪৮ ঘণ্টা পরও থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের নাগপুরে। অন্তত ১০ এলাকায় এখনও জারি রয়েছে কারফিউ। অন্যদিকে, ধর্মীয় সহিংসতাকারীদের কবর থেকে তুলে এনে বিচারের হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিশ।

বুধবার (১৯ মার্চ) রাজ্য বিধানসভায় এ মন্তব্য করেন তিনি। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে নাশকতা। মেলেনি পবিত্র কোরআন পোড়ানোর কোনও প্রমাণ।

এদিকে বুধবার ধর্মীয় সহিংসতার ঘটনায় ফাহিম খান নামের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করে করা হয়েছে। কারণ হিসেবে পুলিশ সূত্র উদ্ধৃত করে ভারতের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, তার একটি উসকানিমূলক ভাষণের ভিডিও পাওয়া গেছে।

এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ৬৫ জনকে। নাশকতার ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে অন্তত ৫১টি মামলা। আর চিহ্নিত করা হয়েছে গুজব রটনাকারী ও উসকানিদাতাদের। এর আগে, সোমবার কোরআন পোড়ানোর গুজবে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় নাগপুরে।
সর্বশেষ সংবাদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া