, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


বাংলাদেশ ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ ভারত শিবিরে

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১২:৩০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১২:৩০:৪১ অপরাহ্ন
বাংলাদেশ ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ ভারত শিবিরে
আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ পেয়েছে ভারত। এই ম্যাচ থেকে ছিটকে গেছেন লালিয়ানজুয়ালা ছাংতে এবং মানভির সিং।

বিগত কয়েকবছর ধরেই ভারতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ অংশ ছাংতে। রাইট উইঙ্গার এই তারকা ২০২৪ সালে ভারতের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন। মুম্বাই সিটি এফসির হয়ে খেলার সময়ে পেয়েছিলেন চোট। ডানপ্রান্ত থেকে চলতি মৌসুমে ক্লাব পর্যায়ে ৬ অ্যাসিস্ট ও ২টি গোলও করেছেন ছাংতে। 

এদিকে ভারতের আরেক স্ট্রাইকার মানভির সিংক ঠিক কী ধরণের ইনজুরিতে তিনি পড়েছেন তা জানা না গেলেও তাকে বাংলাদেশের বিপক্ষে খেলানো হবে না সেই বার্তা দেওয়া হয়েছে। পুনর্বাসনের জন্য চলে যাচ্ছেন নিজ ক্লাব মোহন বাগান সুপার জায়ান্টসে।  তবে ভারতকে আশা জাগাচ্ছে সদ্য অবসর ভেঙে জাতীয় দলে ফেরা সুনীল ছেত্রী। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে স্কোয়াডের যা হাল, তাতে গোল করার মতো আছেন ওই একজনই

ভারতের সাম্প্রতিক ফর্মটাও বাংলাদেশকে আশাবাদী করতে পারে। নতুন কোচ হিসেবে মানোলো দায়িত্ব নেওয়ার পরে চার ম‌্যাচে মাত্র দু’টি গোল করতে পেরেছে ভারত। যার মধ‌্যে একটি এসেছে সেট-পিস থেকে। স্বাভাবিকভাবেই মানসিকভাবে খানিক এগিয়ে থাকার সুযোগ পাবে বাংলাদেশ।
সর্বশেষ সংবাদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া