এবার রাজধানীর খিলক্ষেত এলাকায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। বিক্ষুদ্ধরা চড়াও হয় পুলিশের ওপরও।
এ ঘটনা আনুমানিক রাত ১২টা, খিলক্ষেত এলাকার মধ্যপাড়ায় ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটকে রাখা হয়েছে, এমন খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরে অভিযুক্তকে থানায় নিয়ে আসছিলেন তারা। এক পর্যায়ে খিলক্ষেত বাজার এলাকায় কয়েকশ লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ছিনিয়ে নেওয়া হয় অভিযুক্তকে, এসময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনীর সদস্যদেরও দেখা যায় থানা পাহারায়। পুলিশের গাড়িতে হামলা-ভাংচুরের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে খিলক্ষেতের ছোট্ট সেই শিশুটিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর মা জানান, খেলার সময় বাসার সিড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই তরুণ । এই ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তের সঠিক পরিচয় শনাক্ত করা যায়নি তবে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।