ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই রেকর্ডের ছড়াছড়ি। ৩৮ বছর বয়সে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও এ ধারা অব্যাহত রেখেছেন পর্তুগীজ মহাতারকা। ইউরোপিয়ান ফুটবলের পরিসর ছেড়ে মরুর দেশ সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন বর্তমানে। তবুও রেকর্ড পিছু ছাড়েনি তার। এরই ধারাবাহিকতায় কাল রাতে করেছেন আরও এক রেকর্ড।
জাতীয় দলের জার্সি গায়ে খেলতে নেমেছিলেন নিজের ২০০ তম ম্যাচে। প্রথম ফুটবলার হিসেবে এমন কীর্তি গড়ার রাতে গোল করে নিজের অর্জনকে রাঙিয়েছেন তিনি। ২০২২-২৩ ক্লাব মৌসুম শেষে এখন ফুটবলে চলছে ফিফা উইন্ডো। জাতীয় দলের জার্সি গায়ে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা। এরই ধারাভিকতায় মাঠে গড়িয়েছে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব।
আর তাতে ২০ জুন মঙ্গলবার দিবাগত রাতে আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল রোনালদোর পর্তুগাল। এ ম্যাচে সিআরসেভেন এর গোলেই ১-০ ব্যবধানে জয়ী হয়েছে তারা। নিজের রেকর্ডের রাত গোল দিয়ে রাঙানোর ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন রোনালদো। তার সে ইচ্ছা পূরণ হয়েছে। তবে এ ম্যাচে গোল করার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের শেষ পর্যন্ত।
শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও পর্তুগালের আক্রমণ ভালোই সামলিয়েছে আইসল্যান্ড। সেই সাথে প্রতি আক্রমণেও ভয় ধরিয়েছে পর্তুগিজ ডিফেন্সে। ম্যাচের অষ্টম মিনিটেই গলের দেখা পেতে পারতো পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো পাসে হেড নেন রুবেন দিয়াস। কিন্তু ঠেকিয়ে দেন আইসল্যান্ড গোলরক্ষক। ফলে ব্যর্থ হয় সে প্রচেষ্টা।
১৬ মিনিটে আরো এক সুযোগ তৈরি করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড মিড ফিল্ডার। কিন্তু তার বাড়ানো পাসে হেড করে গোল করতে বযর্থ হন পেপে। এভাবে বেশ কয়েকবার আক্রমণে গেলেও লক্ষ্যে পৌঁছাতে পারছিল না তারা। ৪৩ মিন্টে দারুণ এক সুযোগ পেয়েছিলেন রোনালদো নিজেও। জোয়াও ক্যানসেলোর পাসে বল পায়ে এগিয়ে যাবেন পর্তুগীজ কিংবদন্তী কিন্তু রেফারির অফসাইডের বাঁশি বাজালে তা আর হয়ে ওঠেনি।
এদিকে প্রথমার্ধ্ব গোল শূণ্য কাটলে বিরতির পর দ্বিগুণ আক্রমণে যায় রোনালদোর দল। দ্বিতীয়ার্ধ্বের শুরুর দিকেই রোনালদোর নেয়া শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। এরপর আরোও একবার গোল করার পর্তুগিজ প্রচেষ্টা ব্যর্থ হয় রাফায়েল গুয়েরোর করা হেড গোলবারের উপর দিয়ে চলে গেলে। এদিকে ম্যাচের যখন বাকি আর দশ মিনিট তখন দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আইসল্যান্ডের উইলিয়াম উইলিয়ামসন।
এ সুযোগে দশজনের দলে পরিণত হওয়া প্রতিপক্ষের জালে বল পাঠানোর সুযোগ নিতে ভুল করেনি রোনালদোর পর্তুগাল। যোগ করা সময়ে কর্ণার থেকে সতীর্থের করা হেডে বল্পান রোনালদো। এবার আর লক্ষ্যভেদ করতে ভুল করেননি রোনালদো। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে পর্তুগিজ মহাতারকার একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
এদিকে আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বেশি গোলের রেকর্ডটি আরও আগেই নিজের করে নিয়েছেন তিনি। পর্তুগালের হয়ে করেছেন ১২২ টি গোল। কালকের ম্যাচে ১ গোল করে তাকে এগিয়ে নিয়েছেন আরও। সেই সাথে প্রথম ফুটবলার হিসেবে ২০০ তম ম্যাচ খেলার মাইলফলক অর্জনের রাত গোল করেই রাঙ্গিয়েছেন রোনালদো। এ জন্যই হয়তো পর্তুগীজ মহাতারকা বলে থাকেন, তিনি কখনোই এটা নিয়ে মাথা ঘামন না, উল্টো রেকর্ডই নাকি তাকে অনুসরণ করে।