, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন স্বামীও

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ১২:২২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ১২:২২:৫৭ অপরাহ্ন
স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন স্বামীও
এবার স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছিলেন। আর সেই খবর পেয়েই কাজ থেকে দ্রুত বাইকে করে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। কিন্তু তারও জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হলো না। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো ওই ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মীরগঞ্জে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধধ্যম এনডিটিভি।

গতকাল মঙ্গলবার পুলিশ জানিয়েছে, মীরগঞ্জ এলাকায় স্ত্রীর মৃত্যুর খবর শুনে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। সঞ্জয় (২৮) নামে ওই ব্যক্তি তার ছোট ভাই রিঙ্কুর (২২) সাথে মোটরসাইকেলে যাচ্ছিলেন। তবে সোমবার গভীর রাতে ২৪ নম্বর জাতীয় সড়কে একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই সঞ্জয় মারা যান, আর রিঙ্কু গুরুতর আহত হন এবং বরেলির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সুপার (উত্তর) মুকেশ চন্দ্র মিশ্র বলেন, “বাহরাইচের কাইজারগঞ্জ থানা এলাকার রামুয়াপুর রঘুবীর গ্রামের বাসিন্দা সঞ্জয় পাঞ্জাবে শ্রমিকের কাজ করতেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে তার ছোট ভাইয়ের সাথে বাড়ির পথে রওনা হন। দুর্ভাগ্যবশত, বরেলিতে তারা মারাত্মক দুর্ঘটনার শিকার হন।”

তিনি আরও বলেন, “হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা সঞ্জয়কে মৃত ঘোষণা করেন, আর রিঙ্কুর অবস্থা আশঙ্কাজনক... সঞ্জয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, গত সোমবার সন্ধ্যায় সঞ্জয়ের স্ত্রীর মৃত্যু হয়। পরিবার সূত্রে বলা হয়েছে, দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় সঞ্জয়ের স্ত্রী পূজার। তার মৃত্যুর খবর পেয়েই কাজ থেকে দ্রুত বাইক নিয়ে বেরিয়ে আসেন। বাইক চালাচ্ছিলেন সঞ্জয়। পেছনে বসে ছিলেন তার ভাই রিঙ্কু। পাঞ্জাবে শ্রমিকের কাজ করতেন তারা।

২৪ নম্বর জাতীয় সড়কে বরেলীর কাছে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে সঞ্জয় এবং রিঙ্কুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন। রিঙ্কুর অবস্থা আশঙ্কাজনক । ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ছয় বছর আগে পূজার সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জয়ের। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। দুদিন আগেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সন্তানসম্ভবা পূজাকে। বাড়িতে নতুন অতিথি আসার আনন্দে মেতেছিল পরিবার।

কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎ হাসপাতাল থেকে খবর আসে সন্তান জন্ম দিতে গিয়ে পূজার মৃত্যু হয়েছে। পূজার মৃত্যুর খবর গিয়েছিল সঞ্জয়ের কাছেও। স্ত্রীর মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েন তিনি। তারপরই পাঞ্জাব থেকে বাইকে উত্তরপ্রদেশের বহরাইচে আসছিলেন। কিন্তু বরেলির কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
সর্বশেষ সংবাদ
শেয়ার মার্কেট ট্রেড করেছি প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব

শেয়ার মার্কেট ট্রেড করেছি প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব