মোঃ সাইমুন ইসলাম কুয়াকাটা পটুয়াখালী: পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১ টায় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার ড. আশরাফুর রহমান এর সভাপতিত্বে কুয়াকাটা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. আশরাফুর রহমান বলেছেন,আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।দেশি-বিদেশি পর্যটকদের কাছে আমাদের পর্যটন স্পট গুলো আকর্ষণীয় করে গড়ে তুলতে পারলে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা দিন দিন বাড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই।
মঙ্গলবার (২০ জুন) সকাল ১১ টায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, কোনো কারণে পর্যটকরা বিব্রত হতে হয় কিনা, কোনো পর্যটক নিজের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন কিনা সেসব দিকে বিশেষ ভাবে নজরদারি করা হবে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. আশরাফুর রহমান বলেন,দেশের অর্থনীতিকে উজ্জীবিত করতে হলে টুরিজমকে গুরুত্ব দিতে হবে।বাংলাদেশে পর্যটন পুলিশ সৃষ্টি হচ্ছে সরকারের দুরদৃষ্টি সম্পন্ন একটি পদক্ষেপ।
এর মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত সহ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরো সুদৃঢ় হবে। তাই পর্যটকদের সেবার মান বাড়াতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে।সর্বোপরি ট্যুরিস্ট পুলিশের এ কার্যক্রমকে আরো বেগবান করতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
আপনারা আপনাদের এলাকার সকল প্রকার তথ্য দিয়ে ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করে যাবেন এটাই আমাদের প্রত্যাশা।আমরা সবাই মিলে একসাথে কাজ করলে পর্যটকদের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মোঃ মিজানুর রহমান ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কুয়াকাটা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, মহিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব হাওলাদার,কাজী সাঈদ, সাংবাদিক হোসাইন আমির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ।
এর মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত সহ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরো সুদৃঢ় হবে। তাই পর্যটকদের সেবার মান বাড়াতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে।সর্বোপরি ট্যুরিস্ট পুলিশের এ কার্যক্রমকে আরো বেগবান করতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
আপনারা আপনাদের এলাকার সকল প্রকার তথ্য দিয়ে ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করে যাবেন এটাই আমাদের প্রত্যাশা।আমরা সবাই মিলে একসাথে কাজ করলে পর্যটকদের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মোঃ মিজানুর রহমান ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কুয়াকাটা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, মহিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব হাওলাদার,কাজী সাঈদ, সাংবাদিক হোসাইন আমির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ।
সভায় ট্যুরিস্ট পুলিশ ও সাংবাদিকগণ পর্যটন শিল্পের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে কুয়াকাটাকে একটি আদর্শ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন, কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় ট্যুরিস্ট পুলিশ সিসি ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারী ব্যবস্থাও গ্রহন করেছেন। আগত পর্যটক দর্শনার্থীরা সমুদ্রে গোসলে নেমে যাতে কোন অনাকাঙ্খিত ঘটনার শিকার না হয় এজন্য উদ্ধারকারী দলও প্রস্তুত রাখা হবে। পর্যটন এলাকায় অপরাধ নিয়ন্ত্রনে চেকপোষ্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের হয়রানী রোধে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশ হেল্পডেক্সে লস্ট এন্ড ফাউন্ড বক্সের মাধ্যমে পর্যটকদের হারানো মালামাল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর, ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাথে সমন্বয় করে জরুরী অবস্থা মোকাবেলায় ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে মটর সাইকেল, ক্যামেরাম্যান, অটোরিকশা, অটোভ্যান চালক কতৃক পর্যটক হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার ড. আসরাফুর রহমান।