, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


যশোরে গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাদী নিহত

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৩:২৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৩:২৩:০৯ অপরাহ্ন
যশোরে গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাদী নিহত
এবার যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মীর সামিল সাকিব সাদী (৩৫)। সোমবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে শহরের রেলরোডস্থ মুজিব সড়কের পংগু হাসপাতালের সন্নিকটে এ ঘটনা ঘটে। সাদী ওই এলাকার শওকত হোসেনের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মোটরসাইকেলে চাচাতো ভাই রাকিবের সঙ্গে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন সাদী। বাড়ির সামনে আগে থেকেই ওৎ পেতে ছিলেন দুই শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদী। বাসার সামনে পৌঁছাতেই সুমন ও মেহেদী প্রথমে ছুরিকাঘাত করেন সাদীকে। এসময় সাদীর মোটরসাইকেলে থাকা রাকিব ট্যাটু সুমনকে জড়িয়ে ধরলে তারা কয়েক রাউন্ড গুলি ছোড়েন এবং  রাকিবকে আঘাত করে পালিয়ে যাবার চেষ্টা করেন।

তাদের ছোড়া গুলি সাদীর গলা ও বুকে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যান সাদী। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

পুলিশ বলছে, সাদী যশোরের শীর্ষ সন্ত্রাসী ও ত্রাস ম্যানসেলের প্রধান সহযোগী ও ম্যানেজার। তার নেতৃত্বে রেলগেট এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি, হাটবাজার ইজারার নিয়ন্ত্রণ হতো। সাদীকে যারা হত্যা করেছে তারাও ম্যানসেলের সহযোগী বলে সূত্র জানিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর ম্যানসেল আত্মগোপনে চলে যান। ফলে রেলস্টেশন বাজার ও রেলগেট এলাকার চাঁদার টাকা ম্যানসেলকে দেওয়া বন্ধ করে দেন সাদী। চাঁদার টাকা না পেয়ে ম্যানসেল তার অন্য সহযোগীদের দিয়ে সাদীকে হত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা। যশোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এদিকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, 'কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা পুলিশ তদন্ত করছে। নিহত সাদী সন্ত্রাসী এবং হত্যার সাথে যাদের নাম আসছে তারাও সন্ত্রাসী। সকলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।'

এদিকে স্থানীয়রা জানান, ২০১৩ সালের ৯ ডিসেম্বর যশোর শহরের ঈদগাহ মোড়ে হত্যার শিকার হন তৎকালীন জেলা ছাত্রদলের সহসভাপতি কবির হোসেন পলাশ। ওই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সন্ত্রাসী সাদী। হত্যাকাণ্ড ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর সময় শহরের অন্য প্রান্ত পালবাড়ি ভাস্কর্য মোড়ে দুর্ঘটনার শিকার হন সাদী। ওই দুর্ঘটনায় তার এক পা কেটে ফেলতে হয়। এক পা হারিয়েও আওয়ামী লীগের দীর্ঘ ক্ষমতার প্রভাবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম  করে আসছিলেন দুর্ধর্ষ সাদী। 
সর্বশেষ সংবাদ
শেয়ার মার্কেট ট্রেড করেছি প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব

শেয়ার মার্কেট ট্রেড করেছি প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব