, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


যমুনা রেল সেতুর উদ্বোধন, ট্রেন পার হবে মাত্র তিন মিনিটে !

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১১:৩৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১১:৩৮:৪০ পূর্বাহ্ন
যমুনা রেল সেতুর উদ্বোধন, ট্রেন পার হবে মাত্র তিন মিনিটে !
অবশেষে দেশের সর্ববৃহৎ ও অত্যাধুনিক যমুনা রেল সেতুর উদ্বোধন হলো আজ। এই সেতু পার হতে ট্রেনের সময় লাগবে মাত্র সাড়ে তিন মিনিট। যমুনা সেতুর পূর্ব পাড়ে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে একটি ট্রেন ছেড়ে সিরাজগঞ্জের সৈয়দাবাদ স্টেশনে পৌঁছায়, যা দিয়ে আনুষ্ঠানিকভাবে রেল সেতুটির উদ্বোধন করা হলো।  

এদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ যমুনা সেতুর উপর নির্মিত রেল সেতুটির উদ্বোধন হলো। আজ সকালে রেল সচিব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। রেল সেতুটি সাজানো হয়েছে। আজ বেলা ১১:৩০টায় এই রেল সেতুর উদ্বোধন করা হয়েছে।  
 
এদিকে সেতুর উভয় পাড়ে নবনির্মিত স্টেশনগুলো সজ্জিত করা হয়েছে। রেল সেতুর সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী এবং নিরাপত্তাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জাপানি রাষ্ট্রদূতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।  

এই রেল সেতুটি জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মিত হয়েছে। সেতুটি মোট ৫০টি স্প্যানের উপর নির্মিত, যার মধ্যে ৪৯টি স্প্যান দিয়ে ট্রেন চলাচল করবে। আগের যমুনা সেতু দিয়ে ট্রেন চলাচল করতে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগত, কিন্তু এই নতুন রেল সেতু পার হতে সময় লাগবে মাত্র সাড়ে তিন মিনিট।   

এই রেল সেতুটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এটি পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল যোগাযোগকে আরও দ্রুত ও সহজলভ্য করবে।  
সর্বশেষ সংবাদ
৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ ফিলিস্তিনি গোষ্ঠীর

৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ ফিলিস্তিনি গোষ্ঠীর