, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


'সবাই ফেসবুকে ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, এদিকে তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে ব্যবসায়ী'

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৫:১৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৫:১৬:০৪ অপরাহ্ন
'সবাই ফেসবুকে ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, এদিকে তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে ব্যবসায়ী'
এবার রাজধানীর কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতা রনি। ‘ওই কিরে ওই কিরে’, ‘মধু রসমালাই’সহ আরো নানা মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল তিনি। ভাইরাল হওয়ার পর থেকেই সেই তরমুজ বিক্রেতাকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে অনেক মানুষ। ফলে নতুন এক বিড়ম্বনার মুখে পড়েছেন ভাইরাল সেই তরমুজ বিক্রেতা।

সেই তরমুজ বিক্রেতার দোকানে অনেকেই বিনা কারণে এসে ভিড় জমাচ্ছেন। ভিডিও করছেন। ফলে ক্রেতারা সেই তরমুজ বিক্রেতার দোকান এড়িয়ে যাচ্ছেন। এমন অবস্থায় তরমুজ বিক্রি করতে না পেরে ভেঙে পড়েছেন সেই বিক্রেতা। তার প্রায় দেড় লাখ টাকার তরমুজ এখনো অবিক্রীত রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। 

এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। তিনি লিখেছেন, ‘তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, অপরদিকে ওই তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে, তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে।’ এরপর শামীম লেখেন, ‘ভাইরাল হওয়ার লোডই আলাদা! জুস আছে, সবাই তোমার পাশে আছে! জুস খাওয়া শেষ, বিদায় বাংলাদেশ! লোকটার জন্য মায়াই লাগতেসে। ঐ কিরে? ব্যবসা করতে দেন ওনারে!’

শামীমের সেই পোস্টে মন্তব্য করে সমর্থন জানিয়েছেন অনেক ভক্ত-অনুরাগী। কারো মতে, বিষয়টা কারো পৌষ মাস কারো সর্বনাশের মতো। কারো কারো মতে, সবাই আসলে নিজ নিজ ধান্দাতেই ব্যস্ত। অন্যের ব্যবসা না হলে কার কি আসে যায়! সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটর তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা ব্যাপক শেয়ার হয়। সেই ভিডিওর কল্যানে ভাইরাল হয়ে যান তরমুজ বিক্রেতা রনি।

তবে ভাইরাল হয়েই তরমুজ বিক্রি নিয়ে পড়েছেন বিপাকে। কনটেন্ট ক্রিয়েটর ও উৎসুক মানুষ তার দোকানের সামনে প্রতিদিন ভিড় করায় ক্রেতারা তার দোকান এড়িয়ে যেতে থাকেন। এমন পরিস্থিতিতে প্রায় দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করতে না পেরে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। রবিবার (১৬ মার্চ) এক ভিডিওতে রনি বলেন, ‘আমারে এরকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দিমু নয়তো ২৪ তলা থেকে পড়ে আত্মহত্যা করমু ভাই। আমার দেড় লাখ টাকার মাল পচে যাচ্ছে। আমি বিক্রি করতে পারতেছি না।’ এ সময় কান্নাজড়িত কণ্ঠে অনুরোধ জানিয়ে রনি বলেন, ‘আমারে বিরক্ত করবেন না ভাই।’
সর্বশেষ সংবাদ
শেয়ার মার্কেট ট্রেড করেছি প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব

শেয়ার মার্কেট ট্রেড করেছি প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব