এবার লিবিয়ায় ভয়ংকর মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মাফিয়া প্রধান ফখরুদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা।
দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের লিবিয়ায় পাচার, আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত এই পাচারচক্রের প্রধানকে রবিবার (১৬ মার্চ) বিকাল ৫:৪৫ মিনিটে EgyptAir (MS970) ফ্লাইটে কায়রো থেকে ঢাকায় পৌঁছানোর পর আটক করা হয়।
তাকে বিমানবন্দর থেকে কৌশলে পালাতে সহায়তার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার শওকত আলীকেও গ্রেফতার করা হয়েছে।
এদিকে ভুক্তভোগী আশিকুর রহমান সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাফিয়া ফখরুদ্দিন তার ক্যাম্পে জিম্মি করে মুক্তিপণ আদায় শেষে অন্য মাফিয়ার কাছে বিক্রি করা ১৬ ভুক্তভোগীর স্বজনরা উপস্থিত আছেন বিমানবন্দর থানায়।