, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


ভারতে কর্নেলকে বেধড়ক পেটাল পুলিশ

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০২:৫৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৩:৩৭:৪৯ অপরাহ্ন
ভারতে কর্নেলকে বেধড়ক পেটাল পুলিশ
এবার ভারতীয় আর্মি অফিসারকে বেধড়ক মারধর করেছে দেশটির পুলিশ। তাকে রক্ষা করতে আসলে ওই কর্মকর্তার ছেলেকেও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। 

সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, পাঞ্জাবের পাতিয়ালায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বিরোধের জেরে এক সেনা অফিসার ও তার ছেলেকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ। ঘটনাটি গেল বৃহস্পতিবার ঘটলেও সম্প্রতি সামনে এসেছে।

জানা গেছে, বর্তমানে দিল্লিতে সেনা সদর দপ্তরে কর্মরত কর্নেল পুষ্পিন্দর বাথকে তার গাড়ি সরাতে বলেছিলেন পুলিশ সদস্যরা। পরে তর্কাতর্কির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যরা ওই কর্নেলকে লাথি ও ঘুষি মারেন বলে অভিযোগ। এতে হস্তক্ষেপ করার চেষ্টা করলে পুলিশ তার ছেলেকেও লাঞ্ছিত করে। পুলিশ কর্মীরা তাদের আক্রমণ করার জন্য বেসবল ব্যাটও ব্যবহার করেছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ পুলিশকে বরখাস্ত করা হয়েছে। সিনিয়র পুলিশ অফিসার ড. নানক সিং বলেছেন, ১২ জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে ওই তদন্ত শেষ হবে।
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক