, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতও অর্থ জন্য মেসিদের আনতে পারেনি

  • আপলোড সময় : ২০-০৬-২০২৩ ০৬:৪০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৩ ০৬:৪০:৪৮ অপরাহ্ন
ভারতও অর্থ জন্য মেসিদের আনতে পারেনি
গত ১২ থেকে ২০ জুনের মধ্যে ভারত এবং বাংলাদেশে দুটি প্রদর্শনী ম্যাচ খেলতে চেয়েছিল বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনা। কিন্তু মেসিদের সেই ম্যাচ আয়োজন করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন তা নেই ভারত এবং বাংলাদেশের। বড় কোনো স্পন্সর না পাওয়ায় সুযোগ থাকা সত্ত্বেও মেসিদের ম্যাচ আয়োজন করতে পারেনি ভারত ও বাংলাদেশ। 

এ ব্যাপারে ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব শাজি প্রভাকরণ সংবাদমাধ্যমে বলেন, আর্জেন্টিনা ফুটবল সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু ম্যাচ আয়োজন করার জন্য অনেক টাকা খরচ করতে হতো।

আর্জেন্টিনা যে টাকা চেয়েছিল সেটা অনেক। তার জন্য আমাদের একটা বড় স্পনসর লাগত। নইলে ফেডারেশনের একার পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব ছিল না। তাই আমরা প্রস্তাব ফিরিয়ে দিই।

এর আগে ২০১১ সালে আর্জেন্টিনা ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন মেসি। এরপর বাংলাদেশে এসে প্রীতি ম্যাচ খেলে যায় আর্জেন্টিনা।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’