, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ছাদে টিকটক, বজ্রপাতের আঘাতে আহত হয়ে হাসপাতালে মেঘলা আক্তার

  • আপলোড সময় : ২০-০৬-২০২৩ ০৬:১৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৩ ০৬:৩৩:১৯ অপরাহ্ন
ছাদে টিকটক, বজ্রপাতের আঘাতে আহত হয়ে হাসপাতালে মেঘলা আক্তার
আজ দুপুরে শরীয়তপুরে ছাদে টিকটক করতে গিয়ে বজ্রপাতে এক পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আহত পরিচ্ছন্নকর্মীর নাম মেঘলা আক্তার। তিনি শরীয়তপুর ইসলামি চক্ষু হাসপাতালের পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মেঘলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় শরীয়তপুর ইসলামি চক্ষু হাসপাতালের একজন পরিচ্ছন্নকর্মী। আজ দুপুরে বৃষ্টি শুরু হলে মেঘলা ভবনের ছাদে নেচে-গেয়ে টিকটক করছিলেন। 

এ সময় বজ্রপাত হলে তিনি বজ্রপাতের আঘাতে ছাদে লুটিয়ে পড়েন। এরপর ভবনে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। ওই টিকটক ভিডিও করছিলেন তাঁর সহকর্মী।

এদিকে শরীয়তপুর ইসলামি চক্ষু হাসপাতালের মালিক মিজানুর রহমান বলেন, মেঘলা ছাদে টিকটক করার সময় বজ্রপাত হয়। এতে তিনি আহত হন। তিনি আমাদের হাসপাতালের একজন পরিচ্ছন্নকর্মী। আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস