এবার পাঞ্জাব প্রদেশের সকল সরকারি ও বেসরকারি কলেজে ভারতীয় নাচ–গান ও অন্যান্য অশালীন কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তানের পাঞ্জাবের উচ্চ শিক্ষা কমিশন। সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র (সার্কুলার) জারি করেছে কমিশন। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
পরিপত্রে বলা হয়েছে, কলেজের বিভিন্ন অনুষ্ঠান যেমন স্পোর্টস গালা, ফান-ফেয়ার ইত্যাদিতে ভারতীয় নাচ–গান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া অশালীন পোশাক, ভাষা ব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পাঞ্জাবের সব কলেজ পরিচালক ও অধ্যক্ষের উদ্দেশে জারি করা পরিপ্রতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের নৈতিক ও শৃঙ্খলাবদ্ধ শিক্ষাদান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের নৈতিক ও শৃঙ্খলাবদ্ধভাকে গড়ে তোলা কলেজ প্রশাসনেরই দায়িত্ব।
যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।