, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


রাতে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, দেখবেন যেভাবে

  • আপলোড সময় : ২০-০৬-২০২৩ ০৫:১৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৩ ০৫:১৯:৪০ অপরাহ্ন
রাতে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, দেখবেন যেভাবে
এবার ২০২২-২৩ মৌসুমের ক্লাব ফুটবল শেষে শুরু হয়েছে ফিফা উইন্ডো। অর্থাৎ জাতীয় দলগুলো এখন আন্তর্জাতিক ম্যাচ খেলায় ব্যস্ত। সেই অংশ হিসেব সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের সমর্থনে বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে দুইটি আফ্রিকান দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

২০২২ সালে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের সেই স্মৃতি সঙ্গে নিয়েই আফ্রিকান দেশ গিনির বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে বড় জয় পায় সেলেসাওরা। আজ রাতে আবারো দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

আজ পর্তুগালের এস্তাদিও হোসে আলবালাদে স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। তবে ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ থাকছে। নেইমার-ভিনিসিয়াসদের এই ম্যাচটি সরাসরি দেখা যাবে না কোনো টিভি চ্যানেলে। তবে সরাসরি লাইভ স্কোর দেখা যাবে ফোটমোবে(fotmob)। দেখতে, এখানে ক্লিক করুন- লিংক (fotmob)। 
 
এদিকে বাংলাদেশ সময় বুধবার রাত ২১ জুন দিবাগত একটায় শুরু হবে ম্যাচটি। তবে বাংলাদেশের ব্রাজিলিয়ান ভক্তদের জন্য রয়েছে সুসংবাদ। সেলেসাও সমর্থকরা বাংলাদেশ সময় ঠিক রাত ১টায় এই লিংকে (ব্রাজিল বনাম সেনেগাল ম্যাচের সরাসরি লিংক ) খেলাটি দেখতে পাড়বেন। 

সময়টা বেশ খারাপ যাচ্ছে সেলেসাওদের। ২০২১ সালে আর্জেন্টিনার কাছে কোপা শিরোপা খোয়ানোর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে থেকে বিদায় নিতে হয়। এরপর বিশ্বকাপ পরবর্তী প্রীতি ম্যাচে মরোক্কোর কাছে ১-২ হারে। তাই পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ গিনির বিপক্ষে ৪-১ গোলে বিশাল জয়ে হারের বৃত্ত থেকে বেরিয়েছে নেইমার-ভিনিসিয়াসরা। 

আর সেলেসাওদের জন্য লড়াইটা এক তরফা হচ্ছে না। কেননা সাদিও মানের সেনেগাল বিশ্ব মঞ্চে নিজেদের প্রমাণ করেছে জায়ান্ট কিলার হিসেবে। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে থাকা আফ্রিকার দেশটির বিপক্ষে তাই দারুণ এক লড়াইয়ের অপেক্ষায় থাকবে ফুটবল প্রেমীরা। 

এদিকে কাতার বিশ্বকাপের পর থেকে অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে কাজ চালাচ্ছে ব্রাজিল। যেখানে দুই প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে নেই নেইমার। ইনজুরি থেকে এখনো পুরো সেরে ওঠেননি এই তারকা। মেনেজেসের দলে নতুন মুখ পাঁচজন। কাতার বিশ্বকাপে যাওয়া ২৬ ফুটবলারের ১৪ জন আছেন এবারের স্কোয়াডে।

প্রীতি ম্যাচে ব্রাজিল স্কোয়াড-

গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, এভারটন।

ডিফেন্ডার: ইবানেজ, মিলিতাও, মার্কিনহোস, নিনো, দানিলো, ভেন্ডারসন, অ্যালেক্স টেলস, আয়ারটন লুকাস।

মিডফিল্ডার: আন্দ্রে, গুইমারেস, ক্যাসেমিরো, জুয়েলিটন।

ফরোয়ার্ড: লুকাস পাকুয়েতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস।