, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


কুরআনে হাফেজ জমজ ভাই, একজন বুয়েটে অন্যজন চুয়েটে

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১২:২১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১২:২১:০৬ অপরাহ্ন
কুরআনে হাফেজ জমজ ভাই, একজন বুয়েটে অন্যজন চুয়েটে
এবার কুরআনের হাফেজ জমজ দুই ভাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েট ও চুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সুযোগ পেয়েছেন হাফেজ মো. মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন হাফেজ মো. আজহারুল ইসলাম।

এ দুই ভাই চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার তারা উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামের হাফেজ বাড়ির হাফেজ মো. আবুল কাশেমের ছেলে। চার ভাইয়ের মধ্যে মুজাহিদুল ইসলাম এবং আজহারুল ইসলাম সবার ছোট। এরইমধ্যে বড় ভাই মোস্তফা আমির ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছেন। তারপরের জন চট্টগ্রামে থেকে এমবিএ করছেন।

তাদের বাবা মো. আবুল কাশেম জানান, তার জমজ দুই সন্তান ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি মাদরাসা থেকে কুরআন মুখস্থ শেষে হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসা থেকে গতবছর দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। পরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয়।

এদিকে মেধার দিক থেকেও তারা অভিন্ন। ফলে এই কলেজ থেকে জিপিএ -৫ নিয়ে এইচএসসি পাস করেন। তারপর তারা দুজনেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যুদ্ধে অংশ নেন। এতে একপর্যায়ে মো. মুজাহিদুল ইসলাম বুয়েটে এবং আজহারুল ইসলাম চুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাই তারা চলতি শিক্ষাবর্ষের ভর্তির যোগ্যতায় সাফল্য অর্জন করেন।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা