এবার সিয়াম সাধনার মাস রমজান চলছে। দেখতে দেখতে বাংলাদেশে রমজানের ১১তম দিন পেরিয়ে গেছে। অপরদিকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের মানুষ রাখছেন ১২তম রোজা। এরমধ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। এ বছরের রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিনের হবে সে তথ্য প্রকাশ করেছে তারা। এই সংস্থা জানিয়েছে এবার আরব আমিরাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে ৩০ মার্চ। আর খুশির ঈদ পালিত হবে ৩১ মার্চ।
সাধারণ মানুষের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, ‘যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।’
যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বুধবার (১২ মার্চ) জানিয়েছে, আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে আমিরাতের চাঁদ দেখা কমিটি। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যদি রমজান মাসটি ৩০ দিন পূর্ণ করে তাহলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদে পাঁচদিনের ছুটি পাবেন। সূত্র: খালিজ টাইমস