, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস, সমালোচনার ঝড়!

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৫:৩৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৫:৩৪:১৭ অপরাহ্ন
রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস, সমালোচনার ঝড়!
এবার লক্ষ্মীপুরে লাঠি হাতে নিয়ে পর্দা লাগানো হিন্দু সম্প্রদায়ের দোকানে ঢুকে রোজাহীন বৃদ্ধ-যুবকরা আহার করছিলেন। এতে লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে নিয়ে অভিযানে নামে। কয়েকটি দোকানে ঢুকে আহাররত অবস্থা কয়েকজন বৃদ্ধ-যুবককে ধরে অপমান করেন। একপর্যায়ে তাদেরকে কান ধরিয়ে ওঠ-বস করানো হয়। 

বুধবার (১২ মার্চ) দুপুরে শহরেরর থানা রোডে বণিক সমিতি নেতা আব্দুল আজিজ এ কাণ্ড ঘটিয়েছেন। এদিকে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। লোক লজ্জায় ভুক্তভোগী বৃদ্ধ যুবকরা চলে গেলেও বণিক সমিতির নেতার বিরুদ্ধে সেই ফেসবুকেই নিন্দার ঝড় তুলছেন সচেতন মহল। 

কান ধরানোর ব্যাপারে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেন, মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। কিন্তু কিছু লোক রোজা না রেখে শামিয়ানা লাগানো দোকানে ঢুকে আহার করছে। এতে রমজানের পবিত্রতা রক্ষায় মুসলমান হিসেবে বণিক সমিতির পক্ষ থেকে আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি। এতে কয়েকজন রোজা না রেখে ভুল করেছে বলে জানায়। তাদেরকে শাস্তিস্বরূপ কানে ধরানো হয়েছে।

এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। এ ছাড়া ভুক্তভোগী কেউ যদি প্রতিকার চেয়ে অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা