, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৩:৫৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৩:৫৬:১৮ অপরাহ্ন
মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ
এবার বরিশালে মাত্র সাত মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন শিশু মুহাম্মদ আব্দুল্লাহ। এ উপলক্ষে মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উজিরপুরে মারকাযুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা মিলনায়তনে তাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় ইফতার মাহফিলের আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
 
সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ আবদুল্লাহর তত্ত্বাবধানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, সাবেক উপাধ্যক্ষ মো. ফজলুর রহমান, প্রভাষক আ. খালেক, মাওলানা সসাব্বির হোসেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদারসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম ও মোহতামিম এবং মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা। মাদ্রাসার মনোরম পরিবেশ ও শিক্ষার মান দেখে অভিভাবকগণ প্রশংসাও করেছেন।
 
এদিকে মাদ্রাসায় শিক্ষকরা বলেন, ‘স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর কোরআন হিফজ করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময়ের প্রয়োজন হয়। সেখানে মহান আল্লাহপাকের মেহেরবানিতে আব্দুল্লাহর মাত্র ৭ মাসেই সম্পূর্ণ কোরআন হিফজ করা সম্ভব হয়েছে।’ 
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা