, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

  • আপলোড সময় : ২০-০৬-২০২৩ ০৪:৩৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৩ ০৪:৩৭:০৯ অপরাহ্ন
গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের ফাইল ছবি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের ১নং ওয়া‌র্ডের নতুন শৌলমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আমির হামজা (৫০) শৌলমারী এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. সোনা মিয়া জানান, কৃষক আমির হামজা বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। সে সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ‌তি‌নি মারা যান। পরে স্থানীয়রা ওই কৃষকের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপকুমার সরকার জানান, বজ্রাঘা‌তে কৃষক নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা ন‌থিভুক্ত করা হ‌চ্ছে।

 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস