, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিজেকেই ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করেন এমবাপে

  • আপলোড সময় : ২০-০৬-২০২৩ ০১:৫৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৩ ০১:৫৫:০৬ অপরাহ্ন
নিজেকেই ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করেন এমবাপে
এবার ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে দাবি করেছেন, ২০২৩ সালের ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার তিনি। বলেছেন, এ পুরস্কার জয়ের সব মানদণ্ডই তার মধ্যে আছে এবং পূরণ করেছেন। ‘ব্যালন ডি’অর? ব্যক্তিগত ট্রফি সম্পর্কে কথা বলা অনেক কঠিন, কারণ এখানে নিজেকে সবসময়ই এগিয়ে রাখতে হয়।

এটি এমনকিছু যা সাধারণের সাথে খুব একটা যায় না।’ বলেছেন ২৪ বর্ষী তারকা ফরোয়ার্ড। নিজে আশাবাদী হয়ে সাবেক বিশ্বকাপজয়ীর প্রশ্ন, ‘আমি কি ব্যালন ডি’অরের যোগ্য? নতুন মানদণ্ডে কি বিবেচনা করা হচ্ছে? নজরকাড়া, গোল করা, ম্যাচে প্রভাব রাখা? সেগুলোই আমি করি। আমি বলব হ্যাঁ, কিন্তু এখানে সাধারণ মানুষ ভোট দেয় এবং আমি সে ব্যাপারে আশাবাদী।’

এবার ২০২৩ সালের ব্যালন ডি’অরের দৌড়ে ভালোভাবেই আছেন প্যারিস সেইন্ট জার্মেইন ফরোয়ার্ড এমবাপে। মৌসুমে লা ব্লুজদের হয়ে ও লিগ ওয়ান মিলিয়ে ৫৪ গোল করেছেন। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিকের পাশাপাশি আরেকটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন।

ব্যক্তিগত পুরস্কারের সবচেয়ে মর্যাদার লড়াইয়ে আরও আছেন ২০২২ কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড় ও বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আছেন নরওয়ের আর্লিং হালান্ডও। যিনি ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছেন প্রথম মৌসুমেই। লিগে গোলের রেকর্ডসহ সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৫২ গোল।
সর্বশেষ সংবাদ