নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে আরজু মিয়া (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাত বারুকা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আরজু মিয়া ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়। পরে একই দিন বিকেলে আরজু বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে প্রশাসন থেকে আর্থিক সহযোগিতা করা হবে। এদিকে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।